নীল শব্দের লাল রঙ্গ কিংবা কোনো কিংবদন্তির সুতীক্ষ্ণ চোখ, পশ্চিমে হেলে-পরা  রৌদ্র, আমার অব্যক্ত কিছু শব্দের জন্ম কিংবা প্রেয়সী নেশাতুর অশ্রু আর স্বপ্নহীন বেঁচে থাকা আমৃত্যু ঘুম, খরকূটো সবুজ ঘাস, ঘাসে দের নিদারুন চিৎকার! সময়ের সাথে বহমান ব্রহ্মপুত্র নদ, আর আমার বন্দী শিবিরের রোজনামচা!
জানালার কার্নিশ বেয়ে বেড়ে উঠা তুষার  কিংবা তুষারাবৃত পথ,সারি সারি যন্ত্রদানব, কোলাহল কিচিরমিচির কিংবা বন্যচুম্বনে মত্য মানব মানবী!
শব্দহীন বয়ে চলা স্রোত অলি গলি শহরতলী অন্ধকার চোরাগলি আর প্রেমিকার উষ্ণ আর্দ্র ওষ্ঠ আমি হাতরে বেড়াই নিদারুণ অনিশ্চিত অনিচ্ছায়!
কামনার পাশাপাশি কিছু শব্দের জন্ম কিংবা তুষারাবৃত পথ চলা শুরু করেছে থেমে থাকা, অনাগত শব্দেগুলোকে বক্ষে নিয়ে তবু্ও আমি নিজেকে নিজে চুরমার করি নিজ থেকে চুরি হতে,
আবদ্ধ অন্ধকারে বন্দী শিবিরের চোরাপথ অথবা আমার প্রেয়সী ঘোলাটে চোখে দেখা জীবন ছবি,
মৃত্যুর ক্যানভাসে অর্ধ সমাপ্ত শব্দের জন্ম কিংবা কোনো পথহারা নাবিকের খুঁজে ফেরা বাতিঘর,
আমার আজন্ম বিপ্লবী আন্দোলন কিছু খুঁজে ফেরা শব্দের জন্ম,
তোমার উষ্ণ আর্দ্র ওষ্ঠে আমার বিমোহিত চোখ, আমার বন্দী জীবন
অ আ ক খ এলোমেলো কিছু শব্দের জন্ম,  লাল কালো অর্থহীন কিছু কথা! আবদ্ধ বন্দী শিবির,শহুরে কোলাহল, কোলাকুলি শব্ শব্দের চিৎকার, তেমার কপোলের স্মৃতি রেখা আর আমার  বিকৃত বিমোহিত মৃত চোখ!


বাবু আব্দুল্লাহ আল আমীন
স্টার্সবুর্গ, ফ্রান্স
০৯-১২-২০২৩