এই গল্পের কোনো নাম নেই
আসলে এরকম গল্পের কোনো নাম হয় না, গল্পটা আসলে ঠিক গল্পের মতোও নয়, নয় কবিতার মতো;
এই গল্পটা ঠিক যেনো গানের মতো, যেনো একটু সুরেলা।
যদিও সুরটা আগের মতো নেই, বেসুরো হয়ে গেছে অনেক আগেই!
আগের মতো এখন আর পূর্নিমার চাদ ওঠে না,আসলে চাদ ঠিকি ওঠে হয় তা আর আগের মতো আমাদেরকে টানেনা।
আমি  চাদের আলোয় অমাবস্যা খুজি, নগর জীবনের কঠিন প্রান্তে আজ পূর্নিমা তিথিকে যেনো অমাবস্যাই মনে হয়!
এ জীবনের কোনো মানে নেই,  আসলে এ জীবনের কোনো মানেই হয় না!
সুরের ছন্দ পতনে সূর্যের মতো পড়ন্ত বিকেল আমাদের করে রেখেছে আছন্ন।
ক্রমবর্ধমান আকাশ ছোয়ার আকাংখা আর ইটের পর ইট।
আসলে আমাদের কোনো স্বপ্ন নেই, নাকি আমাদের কোনো স্বপ্ন দেখতে নেই ; আমাদের সব স্বপ্ন আজ নীল- স্বপ্ন!
অর্ধবৃত্ত পৃথিবীর আজ মৃতের সারি সাজিয়ে রাখার বড্ড অভাব।
আমাদের অনুর্বর মস্তিষ্ক আজ আমাদেরকে এনে দাড় করিয়েছে গল্পের শেষ প্রান্তে!
এই গল্পের আসলে কোনো শেষ নেই, এই গল্প কখন কিভাবে যেনো ঘুমিয়ে গিয়েছে!


বাবু আব্দুল্লাহ আল আমীন
কুয়ালালামপুর,  মালয়েশিয়া।