সময়ের গল্পটা শেষ হবার নয়,
কিংবা ফুরিয়ে যাবার।
ছুটে চলে আপন গতিতে সময়,
গহীন অরণ্যে সৃষ্টি  হয় সরোবর;
গৌরবময় সৃষ্টি কখনো কখনো কুৎসিত কদাকার বীভৎস, জীবন সবকিছুই স্বাভাবিক!
হাসি-কান্না, আনন্দ-বেদনা, গান, কবিতা, স্মৃতি সবই।
কখনো সুখের, কখনো দুঃখের হতেই পারে
শুধু পরিবর্তন হয় গতির।
জীবনে অনুশোচনা যা নিজেকে তিলে তিলে মারে,
কিছু ক্ষেত্রে  উল্টো অনুশোচনার
দহনে পুড়িয়ে সমাজের রূঢ় আঙুল ;
সেই তো জীবনের পথ পাড়ি দিয়ে  যায় বহুদূর!
হয় তো জিতে নয় তো শিখো;
অনুশোচনায় বর্তমানকে শুধরে ভবিষ্যতকে
আলোকময় করার চেষ্টা।
পাবো কি দেখা সেই অবারিত সম্ভাবনার হাতছানি,
এগিয়ে যাওয়ার সুন্দর-সুখী জীবনের পান্ডুলিপি!