বিমোহিত না বিমর্ষিত, তবু ও খুঁজি অন্য প্রাণ ;
আলোকিত ঊর্ধ্ব গগন, চোখো পানে ভিন্ন কায়া।
মায়া জালে জলি ভ্রমর, ভ্রমী আমি ভ্রম ভুলে,
নয়ন নেএে অশ্রু লয়ে,
অলিক মোহের আবরনে কাল নিশি পিছু ছোটে!
জাগোরিত হই নাকো
মায়া লোকে অনুসর্গে!