আমি কৃষক
আমি রোদে পুড়ি
আমি বৃষ্টিতে ভিজি
আমি বজ্রের আঘাতে মরি
আমি শীতকে উপেক্ষা করি
আমি জীবনবাজি রেখে চলি
আমি ঘাম ঝরিয়ে,
সোনার ফসল ফলি।

আমি চাষা
আমি গেঁয়ো
আমি মেঠো
আমি ছোটলোক
এসব বলে গালি দেয়
বাংলার ভদ্রলোক।


আমি শোষিত
বর্গিদের হাতে
হার্মাদদের হাতে
ইংরেজদের হাতে
জমিদারদের হাতে
পাকিস্তানিদের হাতে
আধুনিক পুঁজিবাদের হাতে
সর্বকালে সর্বযুগে।


আমি নির্বাক
আমি হরতাল করিনা
আমি সিন্ডিকেট বুঝিনা
আমি দুর্নীতি করিনা
আমি কালোবাজারি বুঝিনা
আমি অসম্মান করিনা।


আমি কৃষক
আমি স্বাধীন
আমি পাচাটা দালাল না
আমি গায়ে গতরে খাটা,
ছাপোষা মানুষ।
আমি সন্তানের কোটা চাইনি,
চাকরির বাজারে।
আমি শ্রমের প্রাপ্য দাম চাইনি
আমি ফসলের ন্যায্য মূল্য চাই
আমি বাঁচার মত বাঁচতে চাই।