অনেকটা পথ পার হয়ে গেল
যে পথে কখনোই হাঁটা হয়নি,
চলছে সে পথের অনুসন্ধান ।


অনেক কিছুই পেয়েছি, অনেক কিছুই পাইনি,
আবার যা পেয়েছিলাম অনেক কিছুই হারিয়েছি,
পাওয়া কিংবা না পাওয়া, হারানো কিংবা ফিরে পাওয়া
এভাবেই চলছে জীবনের হিসাব-নিকাশ ।  

জীবনের সবচেয়ে বড় সার্থকতা এখনো বেঁচে আছি
বেঁচে আছে আশাগুলো স্বপ্নের পথ চেয়ে ।
স্বপ্নের পথ বিচরণ করলে কী সুখী হওয়া যায় ?
নাকি সারা জীবন সুখের অভিনয় করতে হয় ।


সামনে আর কতোটা পথ পাড়ি দিতে হবে
হয়তো জানা নাই!
সামনের পথের কাঁটাগুলো দুর করে  
নতুন পথের সন্ধানে ছুটে চলতে চাই।