রাত জাগা
রঙিন স্বপ্ন
হরেক ভাবনা
সিঙ্গেল বেড
এপাশ ওপাশ।


ঘুম ঘুম
আসে আসেনা
ঘুমের দেশ
জানা অজানা
পথ চলা।


নিত্য রুটিন
মোবাইল এলার্ম
ঘুম ভাঙ্গে
সকালের নাস্তা
হয় হয়না।


নানান চাপ
মেজাজ খিটখিট
এদিক সেদিক
ক্লান্ত দেহ
ফিরি ঘরে।


বাড়ির মালিক
উদ্ভট প্রাণী
বিদ্যুৎ গ্যাস
পানি খাবার
থাকে থাকেনা।


খাতা কলম
বই পড়া
আষাঢ়ে গল্প
সোশ্যাল মিডিয়া
জম্পেশ আড্ডা।