মধ্যরাতে এক কাপ কফি হাতে
     দাঁড়িয়ে একাকী বেলকনির রেলিং ধরে
গর্জনে মনের আকাশটা যেন ভেঙে ভেঙে
     গড়িয়ে পড়ছে কান্না গন্ধরাজের সুবাস বেয়ে।


কখনো ঝাপটাই বাতাসের তীব্র বেগে
      চোখের পাপড়িতে জমে যাওয়া রংধনুর
এক মায়াবী আলো স্বপ্নের জাল বুনে
      লাল-নীল-হলুদ-সবুজ রঙের আলোতে।


এ কেমন মায়া ,কেমন আলোর স্বপ্ন
      শশব্যস্ত এ আকাশ থেকে ও আকাশে
প্রাত্যহিক রাত্রির তিমির যেন উচাটনে
      এলোমেলো ঢেউ খেলানো হৃদয় ক্ষরণে।


সামান্য ঝলকে শশব্যস্ত মেয়েটা
       কেমন নিস্তব্ধ রাত্রির গায়ে একাকী
খুঁজে  ফিরে বারে দিশা অজানার পথে
       কাছে থেকে দূরে ,দূর থেকে বহু কাছে।


লাল-নীল-হলুদ-সবুজ স্বপ্ন চোখে মেখে
      যেন আটকে ওই ভেজা কৃষ্ণচূড়ার ডালে
দমকা হাওয়ায় কৃষ্ণচূড়ার পাপড়ি ভেসে
      তার খোলা চুলে স্বপ্নবাজরা খেলা করে ।


নির্জনে রাত্রির গায়ে একাকী শুকতারা সে
       নিজের সাথেই  আলাপন ওই সপ্তর্ষিমণ্ডলে
ছড়িয়ে পড়ুক শুভ্রতায়, মাধবী লতার ঘ্রাণে
       আকাশে সাঁতার দেয়া বুনো পাখির পালে।