দাঁতের মর্ম
যেরীন মুক্তি


পোকা খাওয়া দাঁত নিয়ে
দিন রাত্রি বেলা
কাঁদে খোকন দিব্য রোজ
বাড়ি তুলে মাথা।


ঘ্যান ঘ্যানানী প্যান প্যানানী
নানান কিত্তি কলাপ
রাগে বিরাগে দাদু মশায়
ছোটেন পত্তি নাপান।


নিমের পাতা লোকমা করে
কেউবা গিলোয় আস্ত
কেউবা ছুটে তুলতে তাহা
কেউবা হাঁকেন বোদ্য।


এসব দেখে খোকন এখন
অনেকটাই  নাকি শান্ত
ভাবেন বসে দাঁত না থাকলে
বুঝতো কি তার মর্ম!