কি লিখবো আর নতুন করে
       যখন লেবু ফুলের মিষ্টি গন্ধে
               মাতোয়ারা চারদিক
কি বলবো আর নতুন করে
        যখন শঙ্খচিলের পাখায় উড়ে
                রাত্রিরা দিকবেদিক
কি জানাবো আর নতুন করে
        যখন জরা-মহামারীর আতঙ্কে
                 বিভীষিকাময় চারিদিক
কি গাইবো আবার নতুন সুরে
         যখন সমস্ত সুর মেশে যায় ঐ
                   আহাজারির সুরে এদিকওদিক
কি দেখবো আবার নতুন করে
         যখন চারিদিকে মৃত্যুর মিছিলে
                    শামিল হবো একদিন
কি আর উপলব্ধি করবো নতুন করে
        যখন সমস্ত ইন্দ্রিয় আজ নিস্তেজ
                     স্হবির সময় অনিশ্চিত ।


কি দেখার রইল বাকী, কি বা বলার
          কি শোনার আর লিখার
                     কোন মহাকালের মহাবিশ্ব স্হির
তবু আশার ভেলায় শুকনো
           খড়কুটো হাতে ধরে
                আগামীর সুসময়ের পথে অন্তহীন।