নেই সময়, নেই সময়
        ক্ষণকাল দাঁড়াবার
অস্হির সমাজ এক
         ছুটে চলি মোরা
নিজের ভাগ্য গড়িবার।


ছুটে চলি, ছুটে চলি
          না রাখি খবর
না প্রিয়জন না পরিবার
          ক্ষণকাল নেই অবসর
নিজের কথাও ভাববার।


চাই- চাই, আরও চাই
          এ চাওয়ার নেই শেষ
দিবানিশি নিদ্রা ভুলে
           করি হিসেব- নিকেশ
প্রাচুর্য আর বৈভবের।


হায় -হায়, একি হয়!
         নিমেষেই পথ হয় রুদ্ধ
আসে দুর্যোগ ভীষণ এক
        কোলাহল মুক্ত চারিদিক
সুনসান একেবারে নিস্তব্ধ।


বেশ বেশ, আহা ভাল তো
        অনেক সময় আজ
একে অন্যের জন্য
        মিতালী আর  হাসি-খুশি
পরিবারে যেন চির বসন্ত।


নেই ভয়, নেই ভয়
        কেটে যাবে ঘোর অঘোরের
অনেক তো কেটেছে রজনী
        বিনা ঘুমে ক্লান্ত দেহ- মন
এবার না হয় লও শ্বাস দুদণ্ড।


২৯-০৩-২০২০