টেনে হিছড়ে আমাকে নিয়ে যাওয়া হলো খোলা মাঠে
খোলা হলো চোখের কালো কাপড়
চারদিকে পরিচিত কিছু মুখ
হ্যা, আমার মত ওরাও কবি।
পুজিবাদীদের ভাড়া করা প্রতিরক্ষাবাহিনী হাতে বন্দি আমরা ;
চারপাশে ঘিরে আছে  উৎসুক জনতা
চোখে কিছুটা করুণার আভা বের হচ্ছে,
ওদের ভিতর থেকে কয়েকজনের।
আমাদের ভিতর নীরবতা ভেঙে প্রশ্ন করলো এক কবি
" আমাদের কি অপরাধ "
মিলিটারিদের মাঝ থেকে একজন বলে উঠলো " কলম উঠানো। "
আমি প্রশ্ন করলাম " তাহলে তারা কোথায় যারা উঠায় অস্ত্র, খুন করে মানুষ?  "
ওরা আমাকে উত্তরে বললো " কলম শতাব্দির সেরা অস্ত্র। তাই সব কবিদের আজ খুন করা হবে "
আমাদের ভিতর যে সব থেকে ভীতু ছিল,
সে এমন ভাবে হেসে উঠলো যেন কবির প্রকান্ড হাসির চিৎকারে
কেপে উঠলো মিলিটারিদের পিস্তল।
আমরা কেউ ভীত ছিলাম না,কিংবা বিচলিত।
ছিলনা বেঁচে থাকার ক্ষীণ সম্ভবনা ;
এই পৃথিবী যে আর কবিদের নয়
এখানে ওদের বাঁচার অধিকার নেই।
পৃথিবী এখন পুঁজিবাদীদের, ধমান্ধদের -
ওরা এক হয়ে করবে কবিদের খুন
কারণ কবিতা জাগাচ্ছে মানুষ
কবিরা দূর করছে অন্ধকারে।
ওরা তাই এখন বই মেলায় মারবে না কবিদের পিছন থেকে
এখন ওরা পশুদের চেয়েও শক্তিশালী
তাই আমাদের খুন করা হবে সবার সামনে।
প্রতিবাদ বিমুখ জনতা।
এক এক করে বুলেটের শব্দ
চারদিকে ঘোলাটে
এবার আর পিছন থেকে কেউ মারছে না
প্রতিক্ষিত গুলি ছেদ করলো বুক
যে বুকে ছিল সমাজ পরিবর্তনের প্রগাঢ় ইচ্ছা
যে বুকে ছিল প্রেমিকার রেখে যাওয়া ভাঙা স্মৃতি
সেই বুক থেকে জ্বলোচ্ছাসের মত ঝরে পড়ছে রক্ত
যাকে কবিরা নাম দেয় "বিপ্লবের সূচনা।"


যায়েদ সানি
১৯ এপ্রিল, ২০২০
সিদ্ধেশ্বরী,ঢাকা-১২১৭
রাত ৯ টা ৫০ মিনিট।