আকাশ ছোঁয়া পৃথিবীটা
তোমার কাছে কিছু চাচ্ছে ,
তুমি আর আমি কষ্ট বুকে নিয়ে
নীলাকাশ ঘুরে ঘুরে দেখছি ,ওরা হাসছে ।


তুমিও কিছু  বোঝনা , আমিও কিছু শুনিনা
সপ্তর্ষি মন্ডলে পৌঁছে,
অলোয় আলোয় গেছে ভরে দেখি
পৃথিবীটা আছে আচ্ছন্ন আঁধারে,ভাবছি মানুষগুলো কী করছে ?


নেই ওখানে কোন দুঃখের প্রলেপ, যা দেখি সব দুর্ভেদ্য
সততা আছে , ভালবাসা আছে, আছে মিত্রতার পরিচয়,
জীবনের ঝুঁকি নেই ,গুম করার ভয় নেই, নেই বড় বড় নেতা
যা কিছু দেখি সব আজব লাগে, লাগে স্বপ্নময়।


নেই সেথা বিধি বিধান, নেই কোন সংবিধান
নেই কোন দুখী মনের আহাজারী,
নেই কোন লোকালয়, কিংবা উচ্চকাঙ্খার সন্ত্রাসী
স্রষ্টার নাম ডাক সর্বত্রই ,তুমিই দু’জাহানের কান্ডারী।


পৃথিবীতে হায় যত কিছু পায়, তার চেয়েও অধিক আরও কিছু চায়
নেই কোন প্রয়োজনের শেষ,
লোভী মন চায় শুধু সারাক্ষণ, হয় বিপথগামী তখন
দেখেনা কারো ব্যাথা, শুনেনা গুরুজনের কথা, বিষ সম হয় নির্দেশ।


আমার খুউব ইচ্ছে করে, যাই থেকে সপ্তর্ষি মন্ডলে
চাইনা ফের আসি ঘুরে, যন্ত্রণাময় পৃথিবীর বুকে,
যেখানে চলে মিথ্যে আর ক্ষমতার দম্ভ
চলে হত্যা খুন ধর্ষণ চোখের পলকে ।