" একুশে ফেব্রুয়ারী "


লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।


আজ একুশে ফেব্রুয়ারী,বাংলা ভাষার শব্দ তরী
সেই বায়ান্ন থেকে একাত্তোর,কত সমুদ্র উত্থাল দিয়েছে পাড়ি,
আমরা বাঙ্গালী আজ বাংলা ভাষায় কথা বলি
সেতো লাখো শহীদদের রক্ত ঝারি।


শহীদ  বরকত,সালাম,রফিক,এমন কত অজানা বীর পুরুষ,
বাংলা ভাষা সমুন্নত রাখায় করেছে আত্মদান,
ওরা মহান, ওরাই জাতির প্রাণ
যে ভাষায় আজ কথা বলি এযে ওদেরই দান।


আমরা আজ স্বাধীন জাতি, শত ঝড় জঞ্জায়
যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই মহতী শেখ মুজিবর রহমান,
আগ্রাসীর জেল জুলুম যাকে পারেনি টলাতে
পারেনি বাংলার স্বাধীনতাকে করে ম্লান।


আজ একুশে ফেব্রুয়ারী বায়ান্নের শহীদদের
যারা আছে উত্তরসুরী,
তাদেরকেই হতে হবে সংকল্পবদ্ধ,স্বযতনে রাখতে হবে
কষ্টের অর্জিত বাংলা ভাষার শব্দ তরী।