লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।


ওমা!ধুঁকে ধুঁকে কাশছো তুমি, গলায় কি খুব ব্যথা?
কাশতে কাশতে নাকে-মুখে ঝরছে রক্ত
নও যদিও নেশা যুক্ত, কোন ব্যধিতে ভুগছো মাগো
পারছো না কেন বলতে কোনো কথা?


ওমা!স্বপ্ন তোমার শুনেছি অনেক
দেখেছি তোমায় সেই ছোট্ট বেলা থেকে,
পেরেছো বুঝতে যদিও শত্রু তোমার দ্বারে
হার তবুও মাননি মা, শক্ত মনে করেছো দমন নিজ সত্বাকে।


নাকে-মুখে রক্ত ঝরে,গলাতেও চির ধরেছে
কষ্টে কষ্টে গেছে কেটে তোমার ১৬ টি বছর,
কাউকে তুমি করোনি দায়ী, নিজেই নিজের ধরাশায়ী
পুড়ে পুড়ে হয়েছে ক্ষত, নিষ্পাপ তোমার অন্তর।


তুমি দুঃসাহসী বটে, যদিও বইছে বুকে ঝড়
ভালোবাসার কুঠরিতে, স্বপ্ন গুলো দিবারাতে,
ছিন্ন-ভিন্ন হয়ে উড়ছে অবিরত, তুমি জীবন যুদ্ধে হত
তবুও অপেক্ষায় গুনছো প্রহর একটি সু-দিন পেতে।


বিধাতার নিঠুর খেলা, খেলছে যেনো সারা বেলা
তুমিই হলে তার কোপাকাত, একের পর এক করছে আঘাত,
কষ্ট শয়ে চলছো নুয়ে, অশ্রুতে চোখ যায় ছেঁয়ে
নিশি কাটে আসে না তবুও একটি সুপ্রভাত।


হওনি তবুও স্রষ্টার প্রতি রুষ্ট, হওনি পথ ভ্রষ্ট
পড়ছো নামাজ, রাখছো রোজা, ভালোবাসছো জীবে,
লেখা-পড়া সবই করছো, ভবিষ্যৎ কি, তাও ভাবছো
অপেক্ষায় আছো শুধু, নিভু-নিভু প্রদীপ খানি আবার উঠবে জ্বলে কবে?