তোমার বাসন্তী রঙের সাজে,
বনে বনে আগুন লেগে
ছড়ায় মনের মাঝে,
আর হৃদয় নদে ঢেউ জেগে
সুরের বাঁশি বাজে।
ইচ্ছা করে সুরে সুরে,
গাঁয়ের মেঠো পথ ধরে,
হারাই তোমার সাথে;
আর বলি পথে পথে -
ভালোবাসি আমি তোমায়
সকাল দুপুর রাতে।


তোমার কাজল কালো আঁখি,
আনমনে দেখে দেখে
তাকিয়ে শুধু থাকি,
আর ভাবনার সমুদ্রে ডুবে
চোখের কোণে রঙিন স্বপ্ন আঁকি।
স্বপ্নের ঘোরে ইচ্ছা করে,
তোমায় আমি চুপিসারে,
কাছাকাছি ডাকি,
আর যতন করে মনের ঘরে
অবরুদ্ধ রাখি।
স্বপ্নের ঘোরে ইচ্ছা করে
তোমার হৃদয় ছুঁয়ে ছুঁয়ে
প্রণয়ের কবিতা লিখি;
আর লিখতে লিখতে বলি -
ভালোবাসি আমি তোমায়,
বসন্ত ফুলের কলি!


তোমার মুক্তো ছড়ানো মিষ্টি হাসি,
মরুময় খড়ায় হৃদয়ে ঝরায়
সুখের শীতল বৃষ্টি রাশিরাশি।
ইচ্ছা করে লাগাম ছিঁড়ে,
সাগর পাহাড় পাড়ি দিয়ে,
তোমার কাছে উড়ে উড়ে আসি।
ইচ্ছা করে মেঘের নীড়ে,
দূর আকাশের নীলিমা ছুঁয়ে,
দিবানিশি তোমার নিয়ে ভাসি;
আর ভাসতে ভাসতে বলি -
ভালোবাসি আমি,
তোমায় অনেক ভালোবাসি।
=========@zh==========