শুনেছি সে এবার নাকি
জীবন ভালোবাসবে,
শুনেছি সে আগের মতই
পরাণ খুলে হাসবে।


শুনেছি সে শীতের সকালে
শিশির ছুঁতে আসবে,
শুনেছি সে বসন্ত বিকেলে
প্রেমের স্রোতে ভাসবে।


শুনেছি সে ভাব আবেগে
চাঁদনী রাতে জাগবে,
শুনেছি সে রাত্রি জেগে
জ্যোৎস্না গায়ে মাখবে।


শুনেছি সে দুই নয়নে
স্মৃতির প্রচ্ছদ আঁকবে,
শুনেছি সে আনমনে
কাছে তাঁরে ডাকবে।


শুনেছি সে কাছে এসে
আঁচলে মুখ ঢাকবে,
শুনেছি সে ভালোবেসে
হৃদয়ে ছুঁয়ে থাকবে।
=====@zh=====