আমার মুক্ত ও স্বাধীন ভাবনা,
কবিতার ভ্রুণ সৃষ্টিতে
তখন আপোষ করেনা -
যখন জোড় জুলুম অন্যায়
অবিচার দেখেও
বিবেকবান মানুষের বিবেক
একটুও নড়েনা,
যখন জাগ্রত জনতার মিছিলে
নিষ্পাপ মানব হত্যা বন্ধের
সাড়াজাগানো ডাক পড়েনা।


আমার কবিতার কথা ও কাহিনী,
তখন দলীয় সীমাবদ্ধতা পেরিয়ে যায় -
যখন দলের নেতা ও নীতিনির্ধারকেরা
নীতিভ্রষ্ট এবং খুব বেশি দলকানা হয়,
যখন ক্ষমতাধরদের সম্পদ অর্জনের
লোভ লালসা ও কৌশলে
দেশ এবং সমাজে নেমে আসে
গহীন অন্ধকার ও মারাত্মক বিপর্যয়,
যখন সর্বোতভাবে জনগণের
আশা আকাঙ্ক্ষা ও গনতন্ত্র উপেক্ষিত রয়।


কবিতা লিখতে আমার কলমের টিপ,
তখন সামনে এগিয়ে চলেনা -
যখন কবিতার কথাগুলো ছন্দে ছন্দে
ভাবের মোহনায় মিলে না,
যখন কলমের টিপে লেখা
হৃদয় নিঃসৃত বর্ণমালা ও অঙ্কিত ছক
সত্যি কথা বলেনা।
========@zh========