আজ রূপান্তীর মনে ভর করেছে
শ্রাবণের মেঘলা আকাশ,
থেমে থেমে ঝরে পড়া বৃষ্টির কণা,
আর মৃদু শীতল শিহরন জাগানো
বৃষ্টিভেজা মৌসুমী বাতাস।


বলবো, দখিনের খোলা
জানালায় গিয়ে বসো,
সোনালি ফ্রেমের রঙিন চশমায়,
ঐ দূর নীলিমায়,
যতদূরে চোখ যায়,
মন ভরে দেখো,
ভাবনায় যতদূর ভাবা যায়
ততদূর ভাবো,
আর হৃদয়ের পাতায় পাতায়
সবটুকু তা লিখে রাখো।


তারপর ভাবনার সিঁড়িতে
ভালোবাসার গভীরতায় নেমে আসো,
আর আমায় আগের মতোই ভালোবাসো।
তবে এত বেশি নেমোনা!
যাতে, তোমার জন্যে আমার
ঘনীভূত ভালোবাসা,
বাষ্পিত হয়ে যায়,
আর তোমায় না পেয়ে
আমার হৃদয় ভেঙে
আবার খণ্ডিত হয়।


যদি ভালো লাগে,
যেতে পারো সবার আগে
দোতালার পিছে,
খোলা আকাশের নীচে।


বৃষ্টিতে পুরোটাই ভিজো,
তারপরে খোঁপায় ফুল,
আঁখিতে কাজল
আর নীল শাড়িতে সাজো।


তা না হলে,
মনকে উড়ো উড়ো করো,
আর ডানামেলে অতিথি পাখিদের
সাথে এলোমেলো ঘুরো।
তবে এত দূরে যেও না!
যেথায় তোমায়,
খুঁজতে খুঁজতে আমার
সকাল, দুপুর ও রাত্রি পেরিয়ে যায়,
আর তোমার জন্যে আমার,
সঞ্চিত ভালোবাসার
অকাল মরণ হয়।
========@zh========