আজ সুপ্রভাতে
ঘুম ভাঙ্গাতে,
ভেবেছি অনেক লাকি!
ইচ্ছা ছিল নয়ন ভরে
তোমায় শুধু দেখি,
আর দেখতে দেখতে
তোমায় নিয়ে
শ্রাবণী কবিতা লেখি।


আজ সারাবেলা
মেঘের মেলা,
বৃষ্টির উঁকি ঝুঁকি!
ইচ্ছা ছিল বারেবারে
তোমায় কাছে ডাকি,
আর বৃষ্টিস্নাত শ্রাবণ দিনে
কাছাকাছি থাকি।


আজ সাঁঝের বেলা
আলোর খেলা,
চাঁদ-জোনাকি খেলে!
ইচ্ছা ছিল খোঁপা সাজাই
রজনীগন্ধা ফুলে,
আর তোমার কোমল
ছোঁয়া পাই
কাছে তুমি এলে।


আজ রজনী গড়ায়
ভাবনা বাড়ায়,
জলে ভিজে আঁখি!
ইচ্ছা ছিল চাঁদের আলো
তোমার গায়ে মাখি,
আর হৃদয় খুলে বলি তা
যা রয়েছে বাকি।


আজ শ্রাবণ ধারায়
হৃদয় হারায়,
নিদ্রাহীন একাকী!
ইচ্ছা করে মনের ঘরে
বন্দী তোমায় রাখি,
আর ভালোবাসার ক্যানভাসে
তোমার ছবি আঁকি।
=======@zh=======