তনুরা পায় না বিচার কখনো
বিচারের বাণী কাঁদে
মানব-রাষ্ট্রে বিচার থাকে না,
বিচারের বাস চাঁদে।


বিচার বোঝো না, বিচার চাইছো (?)
বিচার পায় না ডগে
আকাশ-সভ্য ওয়াশিংটনের
চিত্র কী রগরগে!


নির্যাতনের জ্বালায় কুকুর
প্রাণ হারালো ইস
সভ্যতা খুন, কোথা মানবতা—
সবখানে ইবলিস।


মানুষ হইয়া কুকুরের নামে
যদি করো গালাগালি
কুকুর হাসবে, ইতিহাস হবে
কুকুরের হাততালি।


( ২৮ মার্চ ২০১৬, ১৪ চৈত্র ১৪২২, ১৮ জুমাদিউস সানি ১৪৩৭)