০১. এলোকেশী বলে নিজে ডেকেছি
কোত্থাও নেই (?), কী যে দেখেছি!


০২. চাঁদমুখ মেয়েটার ছিল না কী
মোরে ভুলে ওরে মন দিলো না কি?


০৩. ভুল বুঝে ভুল পথে হেঁটো না
হাত ধরো, ফাও কাদা ঘেটো না।


০৪. মেয়ে ছিল বুয়েটের
ছেলে সেই কুয়েটের
তবু প্রেম জমে বেশ সিরিয়াস
হবু ছেলে শেষ-মেশ মি. রিয়াজ!


০৫. মুখে ছিল ভালোবাসা
অন্তরে ছলনা
তবুও কি ভোলে কভু—
মন তোরে ললনা।


(০২ এপ্রিল ২০১৬, ১৮ চৈত্র ১৪২২, ২৩ জুমাদিউস সানি ১৪৩৭)