‘নদী আমার অনেক দিনের চেনা
যায় না তাকে ডলার দিয়ে কেনা।’


নদী আমার ঢাকার বুকে এলো
উন্নয়নের জোয়ার কোথায় গেলো!


নদী আমার ভালোবাসার নাম
কোন খেয়ালে নদীকে ডাকলাম?


তিস্তা-টিপাই শুকিয়ে যখন কাঠ
তখন শিখি কেমনে নদীর পাঠ?


বৃষ্টি-নদী দৃষ্টি নদীর পাড়
ঢাকার কথা বলতে পারি আর!


(০১ সেপ্টেম্বর ২০১৫)