চোখ ফেটে আসে জল
থেমে গেল আজ হৃদয়ের কোলাহল
দুখের সাগরে হাবুডুবু খাই ইস্
দুধের বাটিতে জমলো মরণ বিষ!


খবরের পর খবর হয়েছে জমা
আমার বিরহে তবু নাই দাঁড়ি-কমা
বুকের ভেতরে পড়ছে পাথরচাপা
গলা থেমে আসে, কথা হয় কাঁপা কাঁপা!


চাঁদের গালেও খুঁত থাকে জানতাম
ওঠা-নামা করে স্বর্ণ-হীরার দাম
অথচ আমার হৃদয়ে ছিল না কাদা
সোনালি জীবনে আসেনি মরণ বাধা।


হায়রে কপাল আজকে মরছি পুড়ে
হাহাকার শুধু ঢেউ তোলে দিল্ জুড়ে
ছোট্ট জীবনে কিছুই চাওয়ার নেই
তুমি পাশে থাকলেই…


(০৩. ০৯. ১৩ রাত ৮.১০টা, কারওয়ান বাজার)