অল্প বেতন কষ্ট বেশি তাই কিছু ‘ঘুষ’ খাই
আমগো জীবন-দুখের কথা কেউ কি শোনার নাই?


রাতবিরাতে ঝুঁকির মাথায় ডিউটি করি রোজ
তোমগো নিরাপত্তা দিতেই ক্লান্ত, ভুলি ভোজ।


কোথায় থাকেন বউ পরিবার কোথায় থাকেন মা
ডায়াবেটিস রক্তচাপে ভুগছি জানো না।


বড় ছেলে সাত পেরুলো কয় না কথা মোটে
মা-মেয়েটার কী যে হলো ঘুমেই আঁতকে ওঠে।


হাজার বিপদ-মুছিবতে পাই না কারো ছোঁয়া
সন্ত্রাসীদের গুলি খেলেও ওড়াও গুজব-ধোঁয়া।


সাম্বাদিকের দৃষ্টি তখন বন্ধ থাকে আর—
আলোর নিউজ এড়িয়ে দেখে কোথায় অন্ধকার!


আবু সাঈদ অপরাধী! তবুও ‘আন্দোলন’
পত্রিকাতে ছবি ছাপাও— ‘কেমন নির্যাতন’।


আমার সোনার বাংলা আমি কত্ত ভালোবাসি
তোমরা বরং সুযোগবাদী— শুধুই হাসাহাসি।


(ঢাকা, শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭, ২৩ পৌষ ১৪২৩, ০৭ রবিউস সানি ১৪৩৮)