দুপুরের উন্মাদিনী খরা রোদ সারা,
নিশীথের ডালা ভরা আকাশের তারা;
পরাইলো সন্ধ্যা আসি, রক্তিম মুকুটে,
কত রূপে আসিলো ধরা; দৃষ্টি সন্মুখে।
জড়াইলো সুবাসিনী বনফুলে আজি,
জোছনায় সুহাসিনী রইলো যে সাজি!
যত রূপে রজনী, ডালে, ধরণী পা'য়
তত সুরে রাগিণী, তারই গান গায়!
আমি তব বিমোহিত পূর্ণিমার চাঁদে,
ঝিলমিল নদী জল দেখিবার স্বাধে।
ডাকিলে কোকিল সুরে, শিমুলের পানে,
বাতুয়া চরণ ছুঁয়ে, দোলা দেয় প্রাণে!
বাঙলার অপরূপ, ভুলি যে কেমনে,
চাই না থাকিতে দূরে, এরূপ বিহনে!