অস্পুট অক্ষি খুললেই
আদিত্য উদ্ভাসিত,পুষ্প রন্ঞ্জীত
প্রজাপতির আগমন
নিঝুম নিরালাই।


বিহঙ্গ প্রতিধ্বনি,কলরাজ্যের উন্মাদ
রুদ্বস্বরের আওয়াজ।


যখন পড়ন্ত হয় চোখে চোখ
আসে মনঃবাত খেলে যায়,
ঐ হাসি যেন ভেদ্যতার বাণী
না চাইতে অনেক পাওয়া।


পাগল করা পবনে উড়ন্ত
ঐ কালো কুন্তল,
প্রভাতের শিশির মত
যেন অট্টহাসি।


তুমি হাসলেই-চোখ খুললেই
বসুধা যেন হুলস্থুল।