গরীব তোমার কি করেছে মারো কেনো লাথি-
গরীব থেকেই জন্ম তোমার, তোমার জীবন বাতি;
ভেবে দেখো কি আছে ভাই তোমার এই ভবে,
পরের বুকে লাথি মারো কিসের আশাই তবে !!
গরীব ই ভাই জীবন তোমার গরীব তোমার হৃদে,
সারাটাদিন কষ্ট করে মেটাই তোমার খিদে ,,
জনম তোমার গরীব কুলে জনম মাটির বুকে,
আজকে যদি লাথি মারো মরবে ধুঁকে ধুঁকে !!
জীবন প্রদীপ জ্বালিয়ে রাখে লাথি খাওয়া ঐ গরীব,
তিলে তিলে ভীত গড়ে দেই পরে থাকা ঐ গরীব,,
আজকে হটাৎ ধনী হয়ে কিসের বড়াই তোমার,
মনে রেখো ধ্বংস হবে ধ্বংস হবে তোমার !!
দুর বনে ঐ শ্রবণ করো কিসের বাণী রটে,
আত্না দিয়ে শ্রবণ করলে বুঝতে পারবে বটে,,
দেখবে তোমার ফুরিয়ে আসছে জীবন প্রদীপ রেখা,
ধ্বংস আসছে আগুন বেগে তাকিয়ে শুধু দেখা !!