কষ্ট যখন বিক্রি করবে আমার কাছে দাও,
আমি পথিক কষ্ট নিবো, যতো খুশি দাও !!
দেওয়া হলে যাবার কালে হাশি রেখো ঠোঁটে,
চোঁয়াল দুটো বাকা করলে চাঁদের ফালি হেসে !!
আমার ঝুলি কষ্ট ঝুলি সবাই বলে তাই,
কষ্ট ছাড়া এই ঝুলিতে আর যে কিছু নাই !!
কষ্ট যদি হয় গো দেওয়া; যেতে আমায় দাও,,
আবার যখন কষ্ট জমবে,ডাকটা তখন দাও !!
আসবো আমি ঝুলি কাঁধে;সবুজ দিঘীর পাড়ে,,
আমায় তুমি খুজে পাবে নিয়ন আলোর ভীড়ে !!
এখন আমায় যেতে হবে সাত সাগরের পাড়ে,,
সেথায় আমি ভাসিয়ে দেবো কষ্ট স্তুপের পরে !!
এখন যে ভাই তাড়া আছে;যেতে হবে দুরে,,
কষ্ট গুলি ঝুলিতে নিলাম;যাবো দিঘীর পাড়ে !!
আমায় আবার স্মরণ করো,কষ্ট জমবে যখন,,
আসবো ছুঁটে এই দাওয়া'তে; যাচ্ছি আমি এখন !!