পৃথিবীর বুক আজ শ্মশানের আস্তানা-
কোলাহলে টইটুম্বর পরিশ্রান্ত সীমানা;
কালের বিবর্তনে এ কি হাল-
--------------------এ কি দশা?
কোথায় আজ ন্যায়ের অবরুদ্ধ প্রতীক--
কোথায় সেই সত্যের ঘাটি--
কোথায় সেই সভ্যতার প্রতিশ্রুতি--?
নেই নেই কিছু নেই-
শেষের বাগিচায় অস্তমিত সেই,
চারিদিকে লুন্ঠন আর জ্বালাও-পোড়াও পথে--
আজ বিশ্বের বুকে শুধুই ভন্ডামি আর চোরা-চালানি-
নিজ লোকেরাই খাচ্ছে পাসানের ন্যায় সর্বস্ব লুটে--
আজ প্রত্যহ দেখা মেলে-
নক্ষত্রখচিত আকাশ থেকে আগুনের ঝল্কানি;
মুহূর্তের ব্যবধানে মানুষের বুকে--
ঝরছে ধ্বংসের আগ্ন্যুৎপাত;
লক্ষ্য লক্ষ্য মানুষ হচ্ছে পঙ্গু-বিকৃত;
বিশ্বের চেতনা জুড়ে শুধুই তাদের আর্তনাদ-
পৃথিবীর বুকে আজ আধিপত্যের বিস্তার--
লোভে লোভে এমন আবস্থা যে---
আলোর সম্ভার চোখে ঢুকিয়ে দিলেও দেখে না দূর্বার-
ভালবাসা;মায়া-মমতা কালের বিবর্তনে নিশ্চিহ্ন-
মানুষের মাঝে আজি সর্বস্ব বিচ্ছিন্ন;
ক্ষমতার লোভে পবিত্র ভূমি অন্ধকারে আচ্ছন্ন;
ভালবাসা হারিয়ে মনুষ্য বিবেক আজ বিকৃত;
সব ফুরিয়ে নিজের ঐতিহ্যটাও আজ সর্বশ্রান্ত;