যে শিশু আজ ভূমিষ্ট হলো আপন ভূমে,
কাল তাহার ছুটার পালা নতুন উদ্যমে,,
পায়ে তাহার ভীষন শক্তি বুকে দম্য বল,
নতুন দিনে নতুন চোখে খাবে হরেক ছল !!
তাহার মুখে ভীষন দুখে পরবে অনেক রেখা,
দিনের শেষে খুঁজে পাবে নানান ভাবে একা,,
কিসের নেশায় কেমন করে ছুটছে চারিদিকে,
কিসের আশায় কেমন করে ঘুরছে ঘূর্ণিপাকে !!
তাহার বুকে সাগর বাকে নতুন নতুন দিকে,
নতুন তোড়ে নতুন সুরে ছুটবে চারিদিকে,,
তাহার মাঝেই হবে রে ভাই আগামীর নেতা,
তাহার বুকেই ত্রিশূল আছে নইতো তাহা ভোতা !!