তোর কাছ থেকে চেয়েছিলাম গুণে গুণে ঠিক ষোল আনা ভালবাসার লহর,
আর তুই বুঝি গুণতি কিনা মুক্তির প্রহর ।
তবে কেন সেদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা পান করতি!
রিকশায় হুট তোলার আবেগে?
আর আমি কিনা গা ভাসাতাম আপনা ভুলার ত্যাগে।
তোর বন্ধু অমরেশ,
যারি কাছে আমার গল্প করতি বেশ।
দেখা সেদিন ভিটখালি পাড়ায়,
ও বৌদি, বলে সে এখন আমায় টিটকিরি ছিটকা্য়।
তোর বান্ধবী পল্লবী,
যার জন্য তোর আমার দ্বন্দ্ব
শুনলাম তুই নাকি তার হবি?
তবে  কি হায়!
বৃথায় গাঁথিলাম  আমি স্বপ্ন তটে,
স্মৃতিতে আমার এখন মমী হাঁটে।