চোখ তুমি স্বাধীন!
নও কারো অধীন।
নয় বাহানা, নেই কোন মানা,
দেখো, যতসব জানা-অজানা।


দেখে নাও যা আছে বাকি—
শরাবান তহুরা থেকে সাকি।
আরো দেখো সৃষ্টির সৌন্দর্য
কামুক রমণী, যদিও কদর্য।


দেখো, যারা প্রেম-প্রণয় জহরি,
রসালো তনুর ঐ কোমর-লহরি।
দেখে নাও— দোদুল্যমান বক্ষ,
উঁচুনিচু নিতম্ব, যেথা নাই সখ্য।


সৌন্দর্য দর্শনে জুড়ায় চোখ,
প্রফুল্লিত মনে থাকে না শোক!
দেহ জুড়ে চোখের নেই জুড়ি
যেন, শাড়ি পরিহিতার হস্ত চুড়ি,
উদাম জঠরের ললিত ভাঁজ!
চোখই দেহের উত্তম সাজ।