কী হইয়াছে এই ক্ষণে, কী হইয়াছে আজ?
কেনইবা চারিপাশে সুন্দরী, মোহনিয়া সাজ?
দেখিতে আকুল, মনটা ব্যাকুল, জঠর-ভাঁজ,
ওরে! কে আছিস, নিবি কেড়ে নয়নের লাজ?


কাদম্বরী, নীলাম্বরী, মাতিয়াছে তাহার আম্বরী!
ওহে ডাগর, করিয়াছ পাগর, পোশাকে আড়ম্বরি।
দেখিয়া হরেক, ফিরি বারেক, প্রেমবতী সারি-সারি,
নিন্দুক পাছে, এসো কাছে, সোহাগিনী কুমারী।


ধরা সাজিছে ফাগুনে, প্রেমাগুনে, রূপবতীর রূপে,
আসিয়াছে বসন্ত, হৃদয় প্রাণবন্ত, হারাইবে কি চুপে?
দেহ-জুড়িয়া ঢেউ, দেখিল না কেউ, রহিয়াছি ডুবে,
যৌবন যায়, কী করিব হায়! পড়িয়াছি ভাবনা-কূপে।


গ্রীষ্ম-কামে, তনু ঘামে, নাহি রৌদ্র-তেজে!
কামনার আশে, বসিয়া রহসে, লিপ্ত অকাজে।
পবন বদলে, সরোবর ঢেউ তোলে, শতদল দোলে,
বাজিছে বেণু, উড়িছে রেণু, ভস্মিত বক্ষ-তিলকে।


এই দিনে, রূপের বীণে, জাগিয়াছে বিষের ফণা
ধরিয়া পণ, জিতিয়া মন, দানিব শিশির কণা।
লুটাইব আজি, ধরিয়া বাজি, পদ্ম-ভরা যৌবনা,
চুমিয়ে পা, জড়িয়ে গা, মিটাইব অন্তর্বেদনা।


©বায়েজিদ আলম জিতু।