সকল ভাষার শ্রেষ্ঠ ভাষা
আমার মায়ের বুলি,
রক্তের ছাপ যে ভাষাতে
কেমনে আমি ভুলি?


কাঁদি আমি বাঙলায়
বাঙলাতে আমি হাসি,
বাঙলাতে ঘুরি-ফিরি
সুরের মূর্ছনায় ভাসি।


আমার ভাইয়ের আত্মত্যাগে
যা পেয়েছি মোরা,
পারবে কি ঋণ শোধাতে—
শত ফুলের তোড়া?


সালাম, রফিক, বরকত, জব্বার
তোমরা জাতির ভাই,
তাজা রক্তের ঘ্রাণ আজও
বাঙলাতে খুঁজে পাই।


বেদিতে চড়ায় ফুল
সকলে নগ্ন চরণে,
শ্রদ্ধা তোমাদের তরে
দোয়া শহিদ স্মরণে।