প্রেম যেন— পুঁইশাকের কোমল আগা
উত্তরা সমীরণে দোদুল্যমান লাউয়ের ডগা।
কুমড়ো ফুলের অবিচ্ছেদ্য ডাঁটা
ভ্রমরের পরাগ ছিটানো ফুলের কাঁটা।


প্রেম যেন— বালিকার কুমারিত্বের আবরণ
সদ্যপক্ব বালিকার আবেগী কোমল মন।
শাড়ি-চুড়ি, মালা-বালার অবিরাম খেলা
খোলা চুলের বেণিতে ডুবু-ডুবু বেলা।


প্রেম যেন— পায়েল পরা সফেদ চরণ
আলতা মাখা পায়ে— নুপুরের আভরণ।
বিছায় মোড়ানো ঢেউ তোলা কোমর
উদ্বাহু চুমুতে কাটানো কামনার ঘোর।


প্রেম যেন— মেঠোবালিকার রৌদ্রোজ্জ্বল হাসি
প্রেমিকের কপট কথা— ‘তোমায় ভালোবাসি।’
ক্লান্ত-পায়ে ফেরা রাখালের গোধূলি
সাঁঝবাতির আলোতে ঝিঁঝিঁর বুলি।


প্রেম যেন— চাষির ক্লান্তিকর গা
সবুজের সমারোহে কৃষ্ণচূড়ার গাঁ।
কর্দমাক্ত মাটির সোঁদা গন্ধ
কৃষকের গানে পল্লির নব-আনন্দ।


প্রেম যেন— নববধূর লজ্জাময়ী মুখ
কাজল ধোয়া কান্নায় মায়াত্যাগের সুখ।
বাসর রাতে পরপুরুষের আলিঙ্গন
কাকডাকা ভোরে চুপিচুপি অবগাহন।


প্রেম যেন— অভাবীর দুই হাত
স্রষ্টায় প্রার্থনারত অনুরাগীর গভীর রাত।
সৃষ্টির আর্তনাদে কম্পিত আরশ
বিশ্বাসের তোড়ে অবিশ্বাসী বধের সাহস।


প্রেম যেন— জান্নাতি শরাব, শরাবান তহুরা
পানশালাতে আকণ্ঠ গিলে ফেলা শ্যাম্পেইন-শুরা।
হুরের স্বপ্নে বিভোর— পুণ্যবানের ধ্যান
পাপ-পুণ্যের হিসেবে বেহিসাবি জ্ঞান।


প্রেম যেন— কল্পনার বাহিরে কল্পনা
মনের রঙে আঁকা— অদেখা আলপনা।