প্রশ্নাতীতভাবেই তোমাকে ভুলে থাকতে চাই-
অর্বাচীন জীবনে দহনের যন্ত্রণার ক্ষত,
অনুপ্রবেশের অমিমাংশিত অতলে ডুবে যেতে যেতে-
আকাংখার বেড়াজালে বন্দি জীবন।
প্রত্যাশার অলক্ষ্যে অপ্রাপ্তির অনুশোচনা।
তামাটে হৃদয়ে অনুর্বর অনুভূতি,
একঘেয়ে জীবনে অনাকাঙ্ক্ষিত পীড়া।
তাই-
প্রশ্নাতীতভাবেই তোমাকে ভুলে থাকতে চাই-


জোৎস্নার মলিন আলোয় হোঁচট খেতে খেতে
নিরাশার ঘেরাটোপে বন্দী পাখির মতো-
হতাশ জীবনে-
তোমাকে ভুলে থাকতে চাই-
প্রশ্নাতীতভাবেই তোমাকে ভুলে থাকতে চাই।