পরিপাটি শাড়ির ভাঁজে চোরকাঁটাদের লুকোচুরিতে
ধুলিময় স্মৃতিগুলো মনের আয়নায় উঁকি দিলে;
টলমল দীঘির বুকে, দোল খাওয়া শাপলার হাসিতে
ফেলে আসা বিকেলের দীর্ঘশ্বাস কানে বাজলে;
অভিশাপ দিও।


উৎফুল্ল বিকেলে, দিগন্ত সীমায় রেললাইনের মিলনে
নিঃসঙ্গ হাতের নগ্ন আঙুলে বাতাসের চুম্বনে,
উদাস চোখের কোণে মুক্তদানা শিশির জমলে;
অভিশাপ দিও।


ঘুমহীন রাতের  নির্জনতায়, রাতজাগা পাখির কান্নায়
ঝিঁঝিঁপোকার উদাস কোরাসে,
বাম পাঁজরে চিনচিনে ব্যথারা উন্মাদ হলে;
অভিশাপ দিও,
অভিশাপ দিও,
অভিশাপ দিও।