মনে পড়ে তোমার?

ঐ যে, মুচকি হেসেছিলে আমার সামনে,
টোল পড়েছিল তোমার শ্যামলা গালে।
করছিলে সামনে দাঁড়িয়ে কত অনুযোগ,
"আমি রাগ দেখিয়েছিলাম" ভেবেছিলে তুমি।

অথচ নীরবে উপভোগ করছিলাম তোমার কাকুতি মিনতি, আমাকে তোমার সাথে কথা বলতে।

বলেছিলে অবশেষে, "রাগলে তোমায় অনেক ভালোলাগে।" আর পারিনি ধরে রখতে আমাকে!

তুমি কি!!? বলতো ???
এতো ভূবণ মোহনী সুর তোমার কথায়??

[২০.০৩.১৬ খ্রিঃ]