প্রিয়তম শহর
জহিরুল ইসলাম
এই যে আমি শহর ছেড়ে যাচ্ছি কেবল একা,
যাবার বেলায় হয় নি কারো সঙ্গে তবে দেখা।
এইযে কেমন বুকের ভেতর হচ্ছে মায়ার টান,
পাচ্ছি যেনো পথের ধারে স্মৃতির মেধুর ঘ্রাণ।


এই যে মানুষ আস্ত এক অতিথি পাখি যেনো,
চলতে গিয়ে বুকের ভেতর ব্যথা হচ্ছে কেন?
স্মৃতির পাখি কোন খাঁচাতে আটকে বলো রাখি,
চোখের সামনে হুটহাট দিচ্ছে শুধু উঁকিঝুঁকি।


যাচ্ছি চলে আপন নীড়ে ফিরবো আবার আমি,
জীবন যেনো স্মৃতির বাহন ছুটে দুর পাল্লা গামী।
তবুও মানুষ ছুটছে কেবল কোথায় তাহার ঘর,
যাচ্ছি ছেড়ে এবার তবে আমার প্রিয়তম শহর।