বেরসিক জীবনকাল
জহিরুল ইসলাম


বিমর্ষ মুখ হাতে ছোট্ট একখান সিরিয়াল নাম্বারের চিরকুট,
সময়ের কাঁটায় বেঁধে রাখা অপেক্ষা ডাক পড়লে দেই ছুট।
অতঃপর সমস্যার বিবরণ আর ডাক্তারের প্রেসক্রিপশন,
পরামর্শ একগাদা ওষুধের সাথে নিয়মিত স্বাস্থ্য সচেতন।


হাঁপিয়ে ওঠা এই নাতিদীর্ঘ জীবনের অনির্ধারিত মেয়াদকাল,
বেঁচে থাকার জন্য খাও ওষুধ রাত দুপুর আর সকাল।
তবুও যেনো সুখ নেই কোথাও দিনশেষে মন ভর্তি অবসাদ,
জীবনের জটিলতায় বন্দি ঠুনকো জীবন পেয়ে যায় মৃত্যুর স্বাদ।


কেবিনে কেবিনে লোকের সমাগম কারো মুখে নেই হাঁসি,
সুখের চেয়ে খুব চাওয়া এই মুলুকে শ্বাস নিয়ে কিছুকাল বাঁচি।
অথচ অনেকটা পথ পাড়ি দিয়ে শেষে দেখি পথ আগলে দাঁড়িয়ে আছে মৃত্যুদূত
বসে বসে ভাবি আহা! মানুষের জীবন কি বেরসিক, রহস্যময় আর  ব্ডড অদ্ভুত।