নীলাম্বরী বালিকা
জহিরুল ইসলাম


তোমাকে যেদিন প্রথম নীল শাড়িতে দেখি,
সেদিন আমি কয়েক মূহুর্তের জন্য হারিয়ে ফেলি বোধ;
আমার চোখ জোড়া স্থির হয়ে যায় অবশের মতো করে,
আমি কেবল তোমার মায়াময় অবয়বে তাকিয়ে থাকি নিষ্পলক!
মনে হয়েছিল বহুবছর ধরে আমি তোমায় দেখছি এভাবে।


বিশ্বাস করো নীলাম্বরী আমার এমন মুগ্ধতা বোধহয় হয় নি কখনো,
অতটা ঘোর অতটা সম্মোহন জাগে নি কোনকালে আমার;
তোমার এই সৌন্দর্যের কাছে সৃষ্টির এত রূপ কেবল ঠুনকো কাচের মতো!
তোমাকে দেখার পর মনে হয়েছিল নীলাকাশের জ্যান্ত অস্পরী।


তোমার কাছে আমার আকুল আবদার নীলাম্বরী বালিকা,
তুমি কখনো এমন সৌন্দর্য নিয়ে দ্বিতীয় কোন পুরুষের সম্মুখে যেও না;
এমন নীল শাড়িতে আমি ছাড়া আর কেউ যেনো না দেখে তোমায়,
তুমি আমার অভিমানের দিনে এমন করে এসে মান ভাঙ্গিয়ে দিও,
আমি বরফের মতো গলে যাবো ডুবে যাবো এই নীলে নীলতিমির মতো;
আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিতে পারবো না এমন রূপে এলে।