মৃত্যুর কাছাকাছি
জহিরুল ইসলাম


চৈত্রের দুপুর জুড়ে খাঁ খাঁ করছে মন,
অভাব অনটনে টেনে নিচ্ছি মধ্যবিত্ত জীবন।
ঝিঁঝিঁ পোকার আর্তনাদ বুকের ভেতর,
চারদিক শুধু বিষাদ বিষন্নতায় মুখর।


মৃত্যুর আয়োজন করে বসে আছে যমদূত,
সময়ের কাটায় ঘুরে ভাবছি জীবন কি অদ্ভুত!
বিছানায় কাতর আমার রুগ্ন স্বপ্নেরা,
বাস্তবতায় অর্ধেক অসহায় বাকিটা দিশেহারা।


নিজের প্রতিবিম্ব ভেসে ওঠে বিভৎস অন্ধকারে,
মাঝে মধ্যে আমার দুয়ারে সুখ কড়া নাড়ে।
মুখোশ মানুষের ঠুনকো জীবন নিয়ে বেঁচে আছি,
জেনেছি মানুষ একা তবে মৃত্যু তার কাছাকাছি।