বিভ্রান্তি
জহিরুল ইসলাম


মাঝে মধ্যে এলোমেলো হয়ে যাই
হারিয়ে ফেলি জীবনবোধ,
আমাকে পথ দেখায় রাতের মালিক
এই ঋণ হবে না কভু শোধ।


মাঝে মধ্যে জীবন নিয়ে হয়ে পড়ি দ্বিধাগ্রস্ত
আশ্রয় চাই মালিকের নিকট,
বলেছেন তিনি একটু খানি  ধৈর্য ধরো
বদলে যাবে দেখো দৃশ্যপট।


মাঝে মধ্যে রাত দুপুরে হৃদয়ে জাগে অপরাধ খুব
মালিকের কাছে নিজেকে করি সমর্পণ,
নিঃসঙ্গ মনে হলে কলবে জপতে থাকি অনর্গল
হে আল্লাহ আমাকে করে নাও তোমার প্রিয় বান্দাদের মতো আপন।


মাঝে মধ্যে অশান্ত হয়ে পড়ে উচাটন মন
কোথাও খুঁজে পাই না শান্তি,
দুর হয় শ্রবণে কোরআনের বানী
দুর হয় মনের ভেতর গাঁথা সকল বিভ্রান্তি।