ইচ্ছে গাঁথা
জহিরুল ইসলাম


ইচ্ছে করে তোমার নামে কিনবো একটা নদী,
সেই নদীতে দুঃখ সব ভাসিয়ে ভাসবো নিরবধি।
ইচ্ছে করে তোমার জন্য কিনবো একটা পাহাড়,
সেই পাহাড়ে ঘর বাঁধিয়ে দুজন করবো জীবন পার।


ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরবো আকাশ জুড়ে,
শেষ বিকেলের গোধূলির রং মাখবো সারা গায়ে।
ইচ্ছে করে তোমার সাথে গল্প করবো জোছনা মাখা রাতে,
সবুজ ঘাসের উপর হাটবো দুজন হাতে হাত রেখে।


ইচ্ছে করে কত কিছুই পায় না সব ইচ্ছে পূর্ণতা,
তোমার জন্য লিখে রাখি ভালোবাসার সুপ্ত কবিতা।
আসবে যখন আমার কাছে বলবো ইচ্ছেদের কথা,
তোমার আমার ভালোবাসায় হোক তবে যুগল কাব্য গাঁথা।