সম্মোহন
জহিরুল ইসলাম


একদিন হুট করে তোমার হৃদমহলে আগন্তুকের বেশে হানা দিবো;
তোমার হৃদয়ের গভীরে যতটুকু জায়গা বাকি লুটপাট করে নিবো সর্বস্ব।


জোৎস্না স্নাত রাত অথবা বৃষ্টি বিলাসের দিন তোমায় দেবো উপহার,
পৃথিবীর যত প্রেমবার্তা সবটুকু তোমায় গল্পের ছলে বলে যাবো।


তুমি হয়তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে চোখের পানে এক দৃষ্টিতে,
আমি তোমার মুগ্ধতা হয়ে জন্মাতে চাই পৃথিবীর মাঝে বারবার।


আমি তোমার একনায়কতন্ত্র প্রেমিক হতে চাই গোটা এক জীবন,
তোমার হৃদয় রাজ্যে কেবল চলবে আমার শাসন বারণ অভিমান।


হয়তো কোন বসন্ত দিনে তুমি আমি মিশে যাবো হিমেল হাওয়ায়,
হয়তো কোন এক বৃষ্টিস্নাত দিনে হারিয়ে যাবো দুর অজানায়।


তোমার মায়াবী দুই নয়নে আমি পুরো পৃথিবীর সব সুখ দেখি,
তোমার ওই রুপের ক্যানভাসে আমি পৃথিবীর রুপ আঁকি।


তোমার ওই রুপের সম্মোহনে আমি বারবার হই বিমোহিত,
তোমার চোখে দেখলে জল আমার কোমল হৃদয় হয় আহত।


তুমি মোহ মায়া তুমি সম্মোহন তুমি সুনয়না তুমি আপন,
শুধু একটু চাওয়া তোমার সাথে হোক আমার পুরো জীবন যাপন।