আমিও চাই
জহিরুল ইসলাম


আমি চাই তার ঘুম জড়ানো সকাল জুড়ে থাকুক সে আমায় নিয়ে স্বপ্নে বিভোর,
তার ঘুম গুম হয়ে যাওয়া রাত্রিগুলোয় থাকুক আমায় ঘিরে বিচ্ছিন্ন ভাবনার ঘোর।
আমি ও তো চাই তার ঝলসে যাওয়া দুপুর কাটুক আমায় ঘিরে খাঁ খাঁ হৃদয়,
আমি ও তো চাই তার ভেতরে থাকুক আমায় হারানোর তীব্রতর ভয়।


আমি তো চাই আমায় নিয়ে কবিতা লিখে কেটে যাক তার অষ্টপ্রহর,
আমি ও তো চাই আমার নিখোঁজ বার্তা পেয়ে তন্নতন্ন করে খুঁজে বেড়াক সমস্ত শহর।
তার জানালায় শালিক এলে পাঠিয়ে দিক গোপন কথার ছোট্ট চিরকুট,
সুযোগ পেলেই ছুটে এসে আমার সব ভালোবাসা করুক না লুট।


আমি ও তো চাই মেঘ ভিড়লে তার আকাশে বৃষ্টি পাঠাক আমার নামে,
ঠাণ্ডা হাওয়ায় ভাসিয়ে দিক মন খারাপের কথাগুলো বেনামি চিঠির খামে।
আমিও চাই জোৎস্না রাতে বজ্রপাতে আমায় ডাকুক ভয়ের বায়নায়,
আমি ও চাই কপালে টিপ খোপায় ফুল দিয়ে সাজিয়ে তুলুক দেখে আয়নায়।