থেকে যাবার অভিপ্রায়
জহিরুল ইসলাম
যেনো সহস্রাব্দ বছর ধরে বসে আছি অজানা অপেক্ষায় এই সবুজ প্রান্তরে,
কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছি আকাশ পানে বহুকাল বহু সময় ধরে;
চেয়ে দেখতে দেখতে এই চোখ যুগল ক্লান্ত হয়ে গেছে ঘুম হয়েছে গুম,
ইচ্ছে করছে এই সবুজ ঘাসের বুকে ঘুমিয়ে পড়ি যেমন  করে শিশু খোঁজে আঁচলে উম।


এই যে এত সৌন্দর্য এত এত মায়া এই গহীন অরণ্যে মিশে আছে,
এই অপরূপ সুন্দর দেখার অভিপ্রায়ে বোধহয় এতকাল ধরে আছি বেঁচে।
বৃষ্টির জল গড়িয়ে পড়ে পাতার উপর ঘাস স্নান সেরে নেয় এই জলে,
পাখিরা শোনায় জীবনের গান মেঘ এসে মাঝে মধ্যে নিজ গল্প বলে।


আমার ও ইচ্ছে জাগে মনে এক চিরস্থায়ী বনবাসী হয়ে এখানে থেকে যেতে,
ইচ্ছে করে ঘাসের শামিয়ানায় কবিতা লিখে রাখি গল্পের আসর পেতে।
এই গহীন বনে একাকী পৃথিবীর যাবতীয় কোলাহল ছেড়ে এই নির্জনে,
খুঁজে পাই জীবনবোধ বাঁচার স্বপ্ন হয় সঞ্চার কোমল সুপ্ত মনে।


পাতার ফাঁকে সূর্যের লুকোচুরি খেলায় মেতে থাকতে ইচ্ছে হয়,
ভুলে যাই দুঃখ বিষাদ বহু বছর বাঁচতে চাই মৃত্যুকে করে জয়।
পাখিরা শোনাবে গান জীবনের বিচিত্র টান শ্রোতা হবে উড়ে যাওয়া বাতাস,
আমার এই উড়ো কবিতা পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে একদিন হবে ইতিহাস।