শেষ ইচ্ছে
জহিরুল ইসলাম


নিকোটিন পুড়তে পুড়তে শেষ হয়ে যাচ্ছে ক্রমশ,
গোধূলির বিকেলে পেরিয়ে রাত্রি ও শেষ হবে হবে।
নিশাচর ভবঘুরে হয়ে চেনা পথ ধরে হেঁটে চলেছি একা একা,
জলন্ত সিগারেটের ধোঁয়ায় কুয়াশা নেমে এসেছে যেনো চারপাশে।
ঠোঁট পুড়ছে সিগারেট পুড়ছে তার চেয়ে তীব্র ভাবে পুড়ছে মন।


চোখের সামনে ভেসে আসছে ছেড়ে চলে যাওয়া দিনগুলো।
আমায় ছেড়ে চলে যায় সবই দিন চলে যায় রাত ফুরিয়ে যায় জীবন প্রদীপ নিভে যেতে থাকে আস্তে আস্তে।
অথচ তোমার সকল স্মৃতি আমাকে ছেড়ে চলে যায় না কোনদিন ও। চোখের সামনে ভেসে আসে তোমার হাসি মাখা মুখচ্ছবি।


আমি তা দেখে হাসি আমাকে দেখে কেঁদে উঠে একদল বেওয়ারিশ কুকুর। অথচ তোমারে কোনদিন ও দেখিনি আমার জন্য একফোঁটা অশ্রু ঝরাতে।
রোজ রাতে আমি এলোমেলো হয়ে ঘুমিয়ে যাই অথচ তোমাকে দেখিনি কখনো আমার জন্য এলোমেলো হতে।
এভাবে একা একা পুড়তে পুড়তে আমি ক্লান্ত ভীষণ,
একটু খানি ঠাঁই হবে কি তোমার বুকের ভেতর। চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে চাই আমি তোমার কোলে মাথা রেখে।