আসুক ফিরে আসল বিজয়
জহিরুল ইসলাম


আমি এক পরাধীন পাখি বন্দি থাকি খাচায় আজো,
তোমরা হলে পা চাটা গোলাম লাল সবুজ রঙে সাজো।
শীতে জীর্ণ শরীর নিয়ে জড়োসড়ো রাত্রি যাপন,
সময়ের চাকায় পিষ্ট হয়ে অকালে স্বপ্নের নিরব দাফন।


স্বাধীন স্বাধীন স্লোগান শুনি হলাম কবে কেবা স্বাধীন,
ঘুম ভাঙ্গলে দেখি রোজ অদৃশ্য এক শক্তির অধীন।
তবে কেন ঠুনকো এসব কালো গগনে উড়াও ফানুস,
বিজয় সেদিন হবে তোমার যেদিন হবে আসল মানুষ।


অযথা এই পুষ্পার্ঘ্য বেলা ফুরালে রয় অবহেলায় পথের ধারে,
বিজয় যদি হয়েই থাকে তবে কেন নিরীহ নারীর সম্ভ্রম কাড়ে ।
বিজয় যদি সত্যিই হয় গরীব কেন ধুঁকে ধুঁকে মরে,
ধনীর দুলাল হোসেন মিয়া কেন এত দুর্নীতি করে?


অভাগা এই দেশের মানুষ পেলো আজো স্বাধীনতার স্বাদ
অর্ধশত বর্ষ গেলো এই খুশিতে চল করি আহ্লাদ।
একটা দিবস চলে গেলেই ভুলে যায় সবে যে যার মতো,
চলো গড়ি সবাই সোনার দেশ ভাবতে হবে না অত শত।


সবাই যদি হই সচেতন তবেই হবে দেশের উন্নয়ন,
হাসবে মানুষ আকাশ বাতাস অশ্রু জলে সিক্ত নয়ন।
আমরা সবাই বাংলাদেশী এই তো মোদের আসল পরিচয়,
সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে আসুক ফিরে আসল বিজয়।